ভারতের প্রধানমন্ত্রী আজ ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন

ব্রিট বাংলা ডেস্ক :: ‍ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই ভাষণ দেবেন তিনি ভারতীয় সময় রাত আটটায়। একথা টুইট করে দেশবাসীকে জানিয়েছেন মোদি। অনুমান করা হচ্ছে, করোনা ভাইরাসের সংক্রমণ, ভাইরাসকে ঘিরে মানুষের আতঙ্ক এবং এর মোকাবিলা সংক্রান্ত পদক্ষেপ সম্পর্কেই বলবেন তিনি। সেইসঙ্গে লকডাউন অমান্য করার প্রবণতা সম্পর্কেও তিনি সকলকে সতর্ক করবেন বলে মনে করা হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবারও তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তখনই গত রবিবার জনতা কারফিউয়ের কথা ঘোষণা দিয়েছিলেন মোদি। পশ্চিমবঙ্গ, দিল্লিসহ সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাই এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়েছেন।

ভারতে করোনা সংক্রমণের সংখ্যা ৫০০ ছুঁতে চলেছে। মৃত্যু হয়েছে ১০ জনের। অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর মাইকেল জে রায়ান মঙ্গলবার বলেছেন, বিশ্বব্যাপী মহামারী বা প্যানডেমিক করোনাভাইরাস সুদক্ষভাবে মোকাবিলা করার পূর্ণ যোগ্যতা রয়েছে ভারতের। তবে সতর্কতা হিসেবে ভারত সরকার নানা কঠোর পদক্ষেপ নিচ্ছে। ভারতের ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪৮টি জেলায় লকডাউন চালু করা হয়েছে। এদিকে, করোনা ভাইরাসের কারণে আগামী ২৬ মার্চ রাজ্যসভার যে নির্বাচন হওয়ার কথা ছিল, তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া হয়েছে। আগামী ৩১ মার্চের পর দেশের পরিস্থিতি বুঝে নতুন দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। রাজ্যসভার ১৮টা আসনের জন্য ভোট হওয়ার কথা ছিল। এদিকে সংসদ সদস্যদের ক্রমাগত চাপের কাছে নতি স্বীকার করে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়া হয়েছে পার্লামেন্ট অধিবেশন। একাধিকবার অধিবেশন মুলতবির দাবি জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। রোববারই দলের সাংসদদের নিজের এলাকায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। তার আগেই অবশ্য কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন, সুরেশ প্রভু, সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দু শেখর রায়, দুষ্মন্ত সিং, অনুপ্রিয়া প্যাটেলসহ অনেক সাংসদই স্বেচ্ছা গৃহবন্দি রয়েছেন।

Advertisement