ভারতের মহারাষ্ট্রে বাসে আগুন, ২৫ জনের প্রাণহানি

ভারতের মহারাষ্ট্রে বাসে আগুন লেগে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। শুক্রবার (৩০ জুন) রাত দুইটার দিকে সামরুদ্ধি-মহামার্গ এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। বাসটি বিয়েবাড়ির যাত্রীদের নিয়ে ফিরছিল।সংবাদ সংস্থা এএনআই’র বরাতে কর্তৃপক্ষ জানায়, বাসটি পুনে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। এতে ৩৩ জন আরোহী ছিলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি খুঁটিতে ধাক্কা দেওয়ার পর সেটিতে আগুন ধরে যায়।মহারাষ্ট্রের বুলধানা জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) সুনীল কাদাসানে বলেন, বাসের ২৫ জন দগ্ধ হয়ে মারা গেছেন। চালকসহ আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় শোক জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Advertisement