ব্রিট বাংলা ডেস্ক :: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৪৫ হাজার ৬৭৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে কোভিড রোগীর সংখ্যা এখন ৮৫ লাখ ৭ হাজার ৭৫৪।
এই সময়ে করোনা আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে ৫৫৯ জনের। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজার ১২১ জনের।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৮২ জন সুস্থসহ মোট ৭৮ লাখ ৬৮ হাজার ৯৬৮ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।
দেশটিতে বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৬৬৫।
রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে। খবর এএনআই।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় টেস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে ১১ লাখ ৯৪ হাজার ৪৮৭ জনের কোভিড টেস্ট হয়েছে।
তার মধ্যে পজিটিভ রিপোর্টের সংখ্যা আগের দিনের থেকে কম হওয়ায় কমেছে সংক্রমণের হার। এ দিন তা দাঁড়িয়েছে ৩.৮২ শতাংশে। গতকাল শনিবার তা ছিল ৪.৫২ শতাংশ।