ভারতে নৌকা ডুবে মৃত ১২, বহু নিখোঁজ

ব্রিট বাংলা ডেস্ক :: ভারতের অন্ধ্রপ্রদেশের দেবীপটনমের কাছে গোদাবরী নদীতে রবিবার নৌকাডুবিতে অন্তত ১২ জন মারা গেছেন। নিখোঁজ হয়েছেন বহু মানুষ। নাবিকসহ নৌকাটিতে ৬৩ জন আরোহী ছিলেন। খবর এনডিটিভির।

কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে ৬২জন যাত্রী ছিলেন। ঘটনার পর ২৩ জনকে বাঁচানো সম্ভব হয়েছে। মাত্র দু’দিন আগেই মধ্যপ্রদেশে গণেশ বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে মারা যান ১২ জন।

বার্তা সংস্থা এনআই জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি সব মন্ত্রীদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পর্যবেক্ষণ করার অনুরোধ জানিয়েছেন। সেইসঙ্গে এই অঞ্চলের সমস্ত নৌকা চলাচলে বাধা-নিষেধ আরোপ করেছেন তিনি।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে গোদাবরী নদীতে প্রবল তুফান চলছে।

Advertisement