ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট দেখবে ২৫ হাজার দর্শক

ব্রিট বাংলা ডেস্ক : করোনার কারণে কারণে গত মার্চ থেকে ক্রিকেট বন্ধ ছিল। গত জুলাইয়ে ইংল্যান্ডের মাঠ দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয়। এ পর্যন্ত যে কয়টি সিরিজ হয়েছে সবই রুদ্ধদ্বার স্টেডিয়ামে। তবে আগামী মাস থেকে থেকে শুরু হওয়া ভারত-অস্ট্রেলিয়া সিরিজের বক্সিং ডে টেস্ট গ্যালারিতে বসে দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।

২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে, যা বক্সিং-ডে টেস্ট। এ টেস্টে ২৫ হাজার দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেয়ার সিদ্বান্ত নিযেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। স্টেডিয়ামটির ধারণক্ষমতার (১ লাখ) চার ভাগের এক ভাগ ২৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি পাচ্ছে।

২৭ নভেম্বর থেকে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং ৪টি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ও ভারত। ইতোমধ্যেই দুই দেশই সিরিজ উপলক্ষে দল ঘোষণা করেছে। ভারত এবং অস্ট্রেলিয়ার বেশিরভাগ ক্রিকেটাররা এখন দুবাইয়ে চলমান আইপিএল নিয়ে ব্যস্ত। আইপিএল শেষ হলেই তারা উড়াল দেবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে।

Advertisement