ভারী বর্ষণে তামিলনাড়ুতে দেয়ালধসে নিহত ১৫

ব্রিট বাংলা ডেস্ক :: ভারতে তামিলনাড়ুতে ভারী বর্ষণে ঘরের দেয়ালধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে।মবার সকালে ওই দেয়ালধসের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভির।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত আছে।চেন্নাইসহ রাজ্যের বিভিন্ন স্থানে গত দুদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এর জের ধরে সোমবার সকালে তামিলনাড়ুর মেট্টুপালায়াম জেলার নাদুর গ্রামের চারটি ঘরের দেয়াল ভেঙে পড়ে।

ভেঙেপড়া দেয়ালের নিচে চাপা পড়েছেন বহু মানুষ। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত দুদিনের বৃষ্টিতে ওই রাজ্যের আরও পাঁচজন মারা গেছে। বৃষ্টির কারণে ওই রাজ্যের কমপক্ষে পাঁচ এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সড়কে পানি জমে যাওয়ায় রাজধানী চেন্নাইসহ বেশ কয়েকটি শহরের শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

Advertisement