ব্রিট বাংলা ডেস্ক :: সারা দেশের ভার্চুয়াল আদালত তিন হাজার ৪৪৭ জন আসামির জামিন মঞ্জুর করেছেন। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (১৭ মে) সারাদেশে চার হাজার ৬৬৪টি জামিন আবেদনের শুনানি করে তিন হাজার ৪৪৭ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।
এর আগে সারা দেশের নিম্ন আদালত গত ১২, ১৩ ও ১৪ই মে ভার্চ্যুয়াল শুনানি নিয়ে মোট দুই হাজার ৯৭৮ আসামির জামিন দেন। এরমধ্যে ১৪ই মে এক হাজার ৮২১ জন, ১৩ই মে এক হাজার ১৩ই জন ও ১২ই মে ১৪৪ আসামিকে জামিন দেন ভার্চুয়াল আদালত।
গত ১০ই মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে ওইদিন একটি বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
Advertisement