ব্রিটবাংলা ডেস্ক : লন্ডন বারা অব নিউহ্যামে বারার অনুবাদ সার্ভিসে বাড়তি সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বারার বহু ভাষার মানুষের সুবিধার্থে ট্রান্সলেশন সার্ভিসের পর্যালাচনার করা হবে বলে গত ৩রা নভেম্বর কাউন্সিলের কেবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। ট্রান্সলেশন সার্ভিসে বাড়তি সহযোগিতা প্রদানের ব্যাপারেও সিদ্ধান্ত হয় কেবিনেট মিটিংয়ে।
মেয়র রুখসানা ফাইয়াজ বলেছেন, সমাজে সংহতি বৃদ্ধিতে ভাষাগত সমস্যা বড় রকমের বাঁধা হয়ে কাজ করে। চলমান কোভিড ক্রাইসিস মোকাবিলার ক্ষেত্রে ট্রান্সলেশন সার্ভিসের গুরুত্ব বিশেষভাবে পরিলক্ষিত হয়েছে। যাদের প্রথম ভাষা ইংরেজি নয়, তাদের জন্যে স্ব স্ব ভাষায় বারার প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সার্ভিসের অনুবাদ করলে তাতে বহুজাতিক সমাজ উন্নয়েন বিশেষ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন মেয়র ফাইয়াজ।
গ্রেটার লন্ডনের মধ্যে নিউহ্যামে সবচাইতে বেশি বহু ভাষার মানুষ বসবাস করেন। ২০১১ সালের আদম শুমারি অনুযায়ী, বারাব সর্বমোট জনসংখ্যার ৪৮ শতাংশ নাগরিক ব্রিটেনের বাইরের এবং ইংরেজা তাদের প্রথম ভাষা নয়। এর মধ্যে ২২ শতাংশ নাগরিক সাউথ এশিয়ান এবং ১২ শতাংশ নাগরিক ইউরোপিয়ান বিভিন্ন দেশ থেকে এসেছেন।