ব্রিট বাংলা ডেস্ক :: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক, সাবেক সংসদ সদস্য খোন্দকার আব্দুল মালেক শহিদুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছেল ৮৫ বছর।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছার নন্দীবাড়ীতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি ।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বুধবার সকালে মুক্তাগাছার নন্দীবাড়ীতে স্টেডিয়াম মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
জানা যায়, ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন খোন্দকার আব্দুল মালেক শহিদুল্লাহ। পরে বঙ্গবন্ধুর আহ্বানে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। সৈয়দ নজরুল ইসলাম ও রফিক উদ্দিন ভূইয়ার কমিটিতে তিনি বৃহত্তর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ১৯৭০-এর নির্বাচনে মুক্তাগাছা আসন থেকে নৌকা প্রতীক নিয়ে এমপিএ নির্বাচিত হন। মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠকের ভূমিকা পালন করেন।