ব্রিট বাংলা ডেস্ক :: স্প্যানিশ লা লিগায় রোববার ভায়াদোলিদের মাঠে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ৭৮তম মিনিটে টনি ক্রুসের অ্যাসিস্টে জয়সূচক গোলটি করেন স্প্যানিয়ার্ড ডিফেন্ডার নাচো। এই জয়ে বার্সেলোনাকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠলো রিয়াল মাদ্রিদ। ২১ ম্যাচে কোচ জিনেদিন জিদানের দলের সংগ্রহ ৪৬ পয়েন্ট। সমান ম্যাচে টানা দুবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার সংগ্রহ ৪৩ পয়েন্ট।
লীগে সেন্টারব্যাক নাচো’র এটি প্রথম গোল। ম্যাচের পর তাকে নিয়ে জিদান বলেন, ‘ওর জন্য আনন্দ লাগছে। গোলটা করার একটু আগেই আমি তাকে বলেছিলাম আক্রমণে যেতে। ও একজন ডিফেন্ডার, যে সাধারণত খুব বেশি গোল করার সুযোগ পায় না।’
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে থাকা রিয়ালের জন্য একটা সুবিধা।
তবে জিদান বলেন, ‘এগিয়ে থাকায় কোনো কিছুই বদলাবে না। আমাদের সব কিছু সঠিকভাবে করতে হবে। এটা দীর্ঘ ও কঠিন মৌসুম।’
রিয়ালের পরবর্তী ম্যাচ বুধবার কোপা দেল রে’র শেষ ষোলোতে রিয়াল জারাগোজার বিপক্ষে।