ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল নয়

ব্রিট বাংলা ডেস্ক :: ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল হচ্ছেনা বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ করোনাভাইরাস নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে যে, ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হচ্ছে, এই বিষয়টি সঠিক নয়। সবার জন্য একই হাসপাতাল এবং একই ধরণের চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যেকোন ধরণের বিবৃতি দিতেও নিষেধ করেছেন মন্ত্রী। তিনি বলেন, ভুল বিবৃতির কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যা সরকারের নীতি বহির্ভূত। এছাড়া কোন হাসপাতাল লকডাউন করা হয়নি। লকডাউন করা হবেও না বলে মন্ত্রী নিশ্চিত করেছেন।

Advertisement