পেসার ভুবনেশ্বর কুমার ও হার্ডিক পান্ডিয়ার বোলিং নৈপুন্যে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে স্বল্প রানে আটকে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। চলমান এশিয়া কাপের ১৫তম আসরের দ্বিতীয় ও ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪৭ রানে অলআউট করেছে টিম ইন্ডিয়া। নির্ধারিত ৪ ওভারে ২৬ রানে ৪ উইকেট নেন ভুবনেশ্বর কুমার।দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় ভারত। প্রথম ওভারের দ্বিতীয় বলেই পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেন ভারতের পেসার ভুবেনশ^র কুমার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান রিজওয়ান।তবে ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট শিকারের স্বাদ পান ভুবেনশ^র। ব্যক্তিগত ১০ রানে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে বিদায় করেন তিনি।দলীয় ১৫ রানে বাবরকে হারানোর পরও রানের চাকা সচল রেখেছিলেন রিজওয়ান ও তিন নম্বরে নামা ফখর জামান। জামানকে ১০ রানে শিকার করে জুটি ভাঙ্গেন আবেশ খান। ১৯ বলে ২৭ রানের জুটি গড়েন রিজওয়ান-জামান।প্রথম দুই উইকেটে বড় জুটি না হলেও, তৃতীয় উইকেটে ৩৮ বলে ৪৫ রান তুলতে পারেন রিজওয়ান ও ইফতেখার আহমেদ। এতে ১২ ওভার শেষে পাকিস্তানের রান স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৮৭।এরপর পাকিস্তানকে চেপে ধরেন হার্ডিক পান্ডিয়া। পরপর দুই ওভারে ৩ উইকেট নেন তিনি। রিজওয়ান ৪২ বলে ৪৩, ইফতেখার ২২ বলে ২৮ ও খুশদিল শাহ ২ রান করে পান্ডিয়ার শিকার হন। এতে ৯৭ রান তুলতেই ৫ উইকেট হারায় পাকিস্তান।পরবর্তীতে ডেথ ওভার শুরু হলে, পাকিস্তানের বড় স্কোরের পথ বন্ধ করে দেন ভুবেনশ^র। দুই ওভারে পাকিস্তানের ৩ উইকেট তুলে নেন তিনি। এতে ১৯ ওভারে ১২৮ রানে ৯ উইকেট হারায় পাকিস্তান।তবে শেষ উইকেটে ৮ বলে ১৯ রান তুলে পাকিস্তানকে লড়াই করার মত পুঁিজ এনে দেন হারিস রউফ ও শাহনাওয়াজ দাহানি। ১ বল বাকী থাকতে গুটিয়ে যাবার আগে ১৪৭ রানের সংগ্রহ পায় পাকিস্তান। শেষ ব্যাটার দাহানিকে আউট করে পাকিস্তানকে গুটিয়ে দেন ভারতের পেসার আর্শদীপ সিং। ২টি ছক্কায় ৬ বলে ১৬ রান আউট হন দাহানি। ৭ বলে ১৩ রানে অপরাজিত থাকেন রউফ।পান্ডিয়া ২৫ রানে ৩টি ও আর্শদীপ ৩৩ রানে ২ উইকেট নেন।
ভুবনেশ্বরের বোলিং তোপে ১৪৭ রানে অলআউট পাকিস্তান
Advertisement