ভুয়া ইমিগ্রেশন ব্যারিষ্টারের জেল : Fake lawyer in immigration scam jailed

ব্রিটবাংলা ডেস্ক : ওয়েস্ট মিডল্যান্ডসের এক ভুয়া ইমিগ্রেশন আইনজীবিকে ৫ বছরের জেলদন্ড দিয়েছে সাদার্ক ক্রাউন কোর্ট। দন্ডিত ভুয়া আইনজীবির নাম হারভিন্দার কাউর থিথি। তার বয়স ৪৬ বছর।

আদালত জানিয়েছে, থিথি ওয়েস্ট মিডল্যান্ডসের সলিহলের বাসিন্দা। তিনি নিজেকে ইমিগ্রেশন ব্যারিষ্টার এবং সলিসিটর পরিচয় দিয়ে লন্ডনের হউনস্লো এলাকার একজন মক্কেলের ইমিগ্রেশন মামলা পরিচালনার কথা বলে প্রায় ৬৮ হাজার পাউন্ড আত্মসাত করেছেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী মক্কেলকে কোনো ধরনের সেবা দিতে পারেননি।

২০১৩ সালের জুন থেকে ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার মক্কেলের কাছ থেকে এই অর্থ গ্রহণ করেন সাজাপ্রাপ্ত হারভিন্দার থিথি। মক্কেলকে নিজের মেয়ের মতো দেখেন বলে তার সঙ্গে ঘনিষ্টতা বাড়ান।

ভুয়া আইনজীবি সেজে মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে অসহায় মহিলার কাছ থেকে অর্থ আত্মসাতের সর্বমোট ৬টি অভিযোগে গত জুলাই মাসে সাদার্ক ক্রাউন কোর্টে হারভিন্দার কাউর থিথিকে দোষি সাব্যস্ত করে আদালত। আর গত ৬ সেপ্টেম্বর তার সাজার মেয়াদ ঘোষণা করে।

A fraudster who tricked people in Hounslow into handing over thousands of pounds in the hope of getting help in processing immigration applications has been jailed.

Harvinder Kaur Thethi who posed as a barrister, solicitor and Home Office official to con her victims.

The 46-year-old was found guilty of six counts of fraud by false representation at Southwark Crown Court in July and sentencing to five years in prison for the offences on September 6.

Thethi scammed her victims between June 2013 and September 2014 in Hounslow.

Despite being totally unqualified she falsely claimed to be a barrister, solicitor and a Home Office official with the ability to progress immigration applications.

She obtained £68,000 from vulnerable people in payment for immigration related services which were promised but not delivered.

Thethi, of Old Hall Gardens, Solihull, West Midlands, ganed the trust of her victims and was treated as a daughter or sister.

Advertisement