ব্রিট বাংলা ডেস্ক :: অস্কারের ‘সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র’ বিভাগের নাম ‘বেস্ট ফরেন ল্যাংগুয়েজ ফিল্ম’ থেকে পরিবর্তন করে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ করা হয়েছে। পরিবর্তন আনা হলো এই বিভাগের ভোট দেয়ার পদ্ধতিতেও। একাডেমির সব সদস্যরাই এবার বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে ভোট দিতে পারবেন। সব সদস্যের কাছে এরইমধ্যে চিঠি পাঠিয়েছেন ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগ’-এর এক্সিকিউটিভ কমিটির ডিয়ানে ওয়েরম্যান এবং ল্যারি কারাসজিউস্কি। চলতি বছর এই পুরস্কারের জন্য লড়বে বাংলাদেশসহ ৯৩টি দেশ। ভোটগ্রহণের মাধ্যমে এই ক্যাটাগরির চূড়ান্ত মনোনয়ন ঠিক করা হবে। ৯৩টি ছবির তালিকা থেকে ১০টি ছবির সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে ১৬ই ডিসেম্বর। আর এই বিভাগের মনোনয়ন ঘোষণা করা হবে ২০২০ সালের ১৩ই জানুয়ারি।
এবারের আসরে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘আলফা’। ঢাকা শহরের একজন রিকশা পেইন্টারের জীবনের নানা বাঁকের গল্পকে এই ছবির উপজীব্য করা হয়েছে। আর ভারত থেকে ‘গল্লি বয়’ লড়বে এই প্রতিযোগিতায়।
ভোটের মাধ্যমে চূড়ান্ত হবে অস্কারের সেরা ছবি
Advertisement