ভোলার তজুমদ্দিনে একাডেমিক ভবন উদ্বোধন

জেলার তজুমদ্দিন উপজেলায় আজ শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী অংশের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার শম্ভুপুর ইউনিয়নে ভবনটির উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারও উদ্বোধন করেন।এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: রাসেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামালউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৯০ লাখ টাকা ব্যয়ে ‘সেসিপ’ প্রকল্পের আওতায় একতলা ভবনটির উপর দ্বিতীয় ও তৃতীয়তলা পর্যন্ত নির্মাণ কাজ বাস্তবায়ন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

Advertisement