ব্রিট বাংলা ডেস্ক :: কর ও ভ্যাট নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উন্নয়নকাজ এগিয়ে নিতে সরকার রাজস্ব আহরণ করে বিভিন্ন খাত থেকে। পরে এ রাজস্ব জনকল্যাণেই ব্যয়িত হয়।
রাজস্ব আহরণের হার যৌক্তিক মাত্রায় রয়েছে জানিয়ে তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, এখন ভ্যাট তাদের এত তিতা লাগছে কেন?
ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।
হঠাৎ করেই করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে শুরু করছে। এমতাবস্থায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেশবাসীকে সঠিকভাবে মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষাসামগ্রী ব্যবহারের নির্দেশনা দেন।
পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতেও আরও সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।
Advertisement