ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে দিনদিন চলমান বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। প্রবল বর্ষণের ফলে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় এরই মধ্যে রাজ্যটির ১৫ জেলার সোয়া ২ লাখ মানুষ পানিবন্দি হয়েছেন।দেশটির মিডিয়াগুলো বলছে, দীর্ঘদিন যাবত টানা বর্ষণের ফলে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিশ্বনাথ, বারপেতা, বাকসা, বনগাঁও, ধিমাজি, চিরাং, গোলাঘাট, জোরহাট, দিবরুগ্রা, লক্ষ্মীপুর, সিভাসাগর, মাজুলি, মরিগাঁও, তিনসুকিয়া এবং সোনিতপুর জেলার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব জেলার অন্তত ৫১২টি গ্রাম ইতোমধ্যে পানির নিচে তলিয়ে রয়েছে।এ দিকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় ব্রহ্মপুত্রের পানি ক্রমশ বেড়েই চলছে। অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত ব্রহ্মপুত্রে পানি উজানে বাড়িয়ে দিচ্ছে। যা নদটির অববাহিকায় বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে ধাবিত করছে।
অপর দিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ্মীপুর জেলার লোকজন। জেলাটির ৯১ হাজারের বেশি মানুষ এরই মধ্যে পানিবন্দি হয়ে পড়েছেন। মাজুলিতে পানিবন্দি আছেন ৪৭ হাজারের বেশি লোক। আর ধিমাজিতে এ সংখ্যা ৩১ হাজারের কিছু বেশি। সেখানকার ৬২টি আশ্রয়কেন্দ্রে ইতোমধ্যে বন্যা উপদ্রুত এলাকার প্রায় সাত হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।এছাড়া বন্যায় ক্ষতির মুখে পড়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ সেতুও। আর বিভিন্ন এলাকার জমির ফসল পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।