ব্রিটবাংলা ডেস্ক : ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেষ্টারের ল্যাঙ্কারশায়ার এলাকার ম্যুরল্যান্ডের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। অন্যদিকে বল্টন এলাকার উইন্টার হিল এবং স্কাউট রোডের বিশাল পাহাড়ী এলাকাজুড়ে জ্বলছে আগুন। প্রচন্ড বাতাসের ফলে পাশাপাশি দুই এলাকার আগুন এক হয়ে ভয়াবহ রূপ নিয়েছে। অগ্নিকান্ডের এই ঘটনাকে বড় ধরনের ঘটনা হিসেবে বিবেচনায় নিয়ে বল্টন এলাকায় সাধারণ মানুষের যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ। আশপাশের এলাকার বাসিন্দাদের ঘরের দরোজা-জানালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আগুন যাতে বাড়িঘরেরি দিকে ছড়িয়ে পড়তে না পারে সে জন্যে এভাবেই বন কেটে ফেলা হচ্ছে।
গ্রেটার ম্যানচেষ্টারের বল্টন এলাকায় ইংল্যান্ডের বড় বড় টিভি স্টেশনগুলো অবস্থিত। গত বৃহস্পতিবার থেকে উইন্টারহিল এবং স্কাউড রোড এলাকা আগুন লাগে। আর্সেন দিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগে গত শুক্রবার বল্টন থেকে ২২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে আর্সেন দিয়ে আত্মহত্যা চেষ্টার মধ্য থেকেই উইন্টারহীল এলাকায় আগুনের সূত্রপাত হয়। প্রায় পাঁচ স্কোয়ার কিলোমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।
ইংল্যান্ডের বিভিন্ন এলাকার প্রায় ১শ ফায়ার ফাইটার উইন্টারহীল এলাকার আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগামী মঙ্গলবারের ভেতরে আগুন নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছেন ফায়ার সার্বিস।
আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো হচ্ছে।
এদিকে উইন্টারহীলের আগেুন লাগার প্রায় সপ্তাহ আগে ল্যাঙ্কারশায়ারের ম্যুরল্যান্ডের পাহাড়ি এলাকায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের জন্যে গত বৃহিস্পতিবার থেকে সেনাবাহিনী নামানো হয়। রয়েল রেজিমেন্ট অব স্কটল্যান্ডের ইয়র্কশায়ার ব্যারাক থেকে ৪র্থ ব্যাটিলিয়নের ১শ সেনা সদস্য আগুন নেভানোর চেষ্টা করছেন। তাদেরকে ৪৮ ঘন্টার জন্যে নামোনো হয়েছিল। তবে গ্রেটার ম্যানচেষ্টারের মেয়র এন্ডি বার্ণহ্যানের অনুরোধে সেনা সদস্যরা আগামী সোমবার পর্যন্ত আগুন নেভানোর কাজ করবেন।
Fire crews are continuing to battle “a rapidly developing and aggressive fire” on moorland across Lancashire.
Two large fires merged because of strong winds and a major incident was declared because of the proximity of major communication masts.
Police told walkers and motorists to stay away from the scene at Winter Hill and Scout Road near Bolton.
More than 100 firefighters from around England are tackling the fire, Lancashire Fire service said.
It comes as crews from across the country also joined firefighters and the Army to fight a separate fire at Saddleworth Moor in Greater Manchester, which started a week ago.
Along with the Winter Hill and Scout Road blazes, it has blanketed the region in smoke and ash. People in nearby areas have been asked to keep doors and windows closed.
The Winter Hill fire, which started on Thursday near a major TV transmitter, is smouldering in pockets across a 3 sq miles (8 sq km) area.
A 22-year-old man, from Bolton, was arrested on Friday on suspicion of arson with intent to endanger life.
Lancashire Fire and Rescue Service said they were expecting to tackle the fire until Tuesday at the earliest.
Assistant chief fire officer Dave Russell said: “Moorland firefighting is very demanding – the firefighters are dealing with undulating terrain, different types of vegetation but also the logistics of deploying resources onto the moorland present us with a number of challenges.
“We’re dealing with smouldering fire and flame thumps, which could be 6 to 8 feet.
Trenches have been dug to prevent the fire spreading, including one around a house that was evacuated, while a helicopter has been dropping water to help douse the flames.
There have been approximately 120 firefighters on the moors over the weekend, split between seven areas of wildfire in Tameside and Winter Hill.
About 100 soldiers from the 4th Battalion, Royal Regiment of Scotland, were sent from their Yorkshire barracks on Thursday to aid firefighters in Saddleworth for an initial 48-hour deployment.
Their presence has been extended until Monday afternoon following a request by Greater Manchester mayor Andy Burnham.