মনসুর আলী তাজের মাতার ইন্তেকাল

লন্ডনের তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি, সিলেটের চাটাল পার,ওসমানী নগর বালাগঞ্জ নিবাসী মনসুর আলী তাজ এর মাতা মোনজান বিবি (৭৭) রয়েল লন্ডন হসপিটালে স্হানীয় সময় সকাল ৫ টায় ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন) তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও সেক্রেটারি ফারুক ফুহাদ চৌধুরী এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন । বিজ্ঞপ্তি  

Advertisement