মমতা বলেন, তৃণমূল সরকার মানুষের সরকার, এই সরকারই মানুষের পাশে থাকবে। পোস্তা বাজার কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, পোর্ট ট্রাস্ট এই বাজার বন্ধ করতে উঠে পড়ে লেগেছে, নোটিশ দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, পোস্তা বাজার উঠবেনা। আপনারা অনড় থাকুন।
রাজ্য সরকার আপনাদের পাশে থাকবে।
নীলবাড়ির দখলের লড়াই এতটাই তীব্র যে, সঙ্গে সঙ্গে বিজেপির পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত কৈলাশ বিজয়বর্গিও মুখ্যন্ত্রীর কথার জবাব দিয়েছেন। তিনি বলেছেন, বহিরাগত বলতে মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন, নেতারা চীন থেকে এসেছেন না হনলুলু থেকে?
এদিকে এদিন তৃণমূল কংগ্রেস একটি সাংবাদিক সম্মেলন করে বলেছে, তাদের বাংলা বাঁচাও – বিজেপি হটাও ডিজিটাল ক্যাম্পেইন একমাস পুরো হওয়ার আগেই ১০ লাখ সদস্য পেয়েছে। ২৩শে অক্টোবর ভোট কুশলী, প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত এই ক্যাম্পেইনের দিনের আলো দেখে তৃণমূল জানায়, মোট ১৭ লাখ মানুষ এই সাইট ভিজিট করেছেন। এরই মধ্যে বৃহস্পতিবার দিঘার কাছে রামনগরে শুভেন্দু অধিকারীর অরাজনৈতিক সভা। তৃণমূল এবং বিজেপির নজর আজকের এই সভার দিকে।