পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ বোলারদের উপর দাপট দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার লোয়ার-অর্ডার ব্যাটার কেশব মহারাজ। তার হাফ-সেঞ্চুরিতে ১১৫ ওভারে ৭ উইকেটে ৩৮৪ রান করে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে দক্ষিণ আফ্রিকা।প্রথম দিন ৫ উইকেটে ২৭৮ রান করেছিলো দক্ষিণ আফ্রিকা। কাইল ভেরিনি ১০ ও ওয়াইন মুল্ডার খালি হাতে দিন শেষ করেছিলেন। আজ ভেরিনিকে ২২ রানে থামান পেসার খালেদ আহমেদ। ইনিংসে তৃতীয় উইকেট ছিলো তার।আর মুল্ডারকে ৩৩ রানে আটকে দিয়ে ইনিংসে নিজের চতুর্থ উইকেট নেন তাইজুল ইসলাম। তবে অন্যপ্রান্তে বাংলাদেশ বোলারদের বিপক্ষে দ্রুত রান তুলেছেন মহারাজ। ৬১ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৫ রান তুলে বিরতিতে গিয়েছেন মহারাজ। ৩ রানে অপরাজিত সিমোন হার্মার। বাংলাদেশের তাইজুল ১০৭ রানে ৪টি ও খালেদ ৯১ রানে ৩ উইকেট নেন।
Advertisement