মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ, শিশুসহ নিহত ৯

ভারতের মহারাষ্ট্রের মুম্বাই-গোয়া মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় একমাত্র চার বছর বয়সি একটি শিশু জীবিত রয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে রত্নাগিরি জেলার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।পুলিশ জানিয়েছে, ট্রাকটি মুম্বাই যাচ্ছিল। আর মাইক্রোবাসটি রত্নাগিরি জেলার পথে ছিল। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একটি শিশু ও তিনজন নারীও রয়েছেন। তারা এক আত্মীয়ের মৃত্যুতে স্বজনদের সান্ত্বনা দিয়ে ফিরছিলেন।দুর্ঘটনার পর মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

Advertisement