ঈদ ইন দ্যা পার্ক কমিটির উদ্যোগে লন্ডনের টাওয়ার হ্যামলেটস্ মাইল এণ্ড ষ্টেডিয়ামে প্রতি বারের মত এবারও অনুষ্টিত হবে পবিত্র ঈদুল আজহার সর্ব বৃহ্ত্তম ঈদের জামাত।
পবিত্র এই ঈদের জামাতে ইমামতি করবেন হাফেজ মোহাম্মদ ইব্রাহীম খান
গত ১১ বছর যাবত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগীতায় এই আয়োজন করে আসছে ঈন ইন দ্যা পার্ক কমিটি। যদি আবহাওয়া অনুকুলে থাকে তাহলে আগামী রবিবার বৃহত্তম এই জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায় ।
প্রতিবারের মত এবারও সহযোগীতায় রয়েছে, চ্যারেটি সংস্হ্যা ইসলামীক রিলিফ ও রেডকোট রেসিডেন্স ফোরাম
এছাড়া নিরাপত্তা কার্যক্রমে পুলিশের সহযোগীতার পাশাপাশি জে ফর সিকিউরিটি ঐদিন দায়িত্ব পালন করবে।
ঈদ ইন দ্যা পাৰ্ক কমিটির পক্ষ থেকে ঐতিহাসিক এই ঈদের জামাতে সর্বস্থরের মুসল্লিদের শরীক হওয়ার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন কমিটির চেয়ার মারফত আলী ।
এছাড়া যেহেতু সপ্তাহের বন্ধের দিনে ঈদ হচ্ছে তাই গাড়ী পার্কি এর অপ্রতুলতার কথা বিবেচনা করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা ৷