ব্রিটেনে বৃহস্পতিবার গত ছব্বিশ ঘন্টায় নতুন করে আরো ১১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গত চার মাসের মধ্যে একদিনে এটি সবচাইতে বেশি আক্রান্তের সংখ্যা বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে, ১০ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে সংক্রমনের হার বাড়ছে। তবে সবচাইতে বেশি সংক্রমিত হচ্ছে ২০ থেকে ২৯ বছর বয়সীরা।
এদিকে ইংল্যান্ডে শুক্রবার থেকে ১৮ বছর কিংবা তারো বেশি বয়সী যে কেউ করোনা ভ্যাকসিন গ্রহণের জন্যে বুকিং দিতে পারবে। অন্যদিকে আগামী শনিবার ইস্ট লন্ডনের বেশ কয়েকটি জায়গা ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৭টা পর্যন্ত বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের মাইল এন্ডের আর্টস প্যাভিলিয়নে কাগজপত্রহীন অভিবাসীদের ফাইজারের ভ্যাকসিন প্রদান করা হবে। ভ্যাকসিন প্রদানের সময় এনএইচএস নাম্বার বা কোনো প্রকারের আইডি চাওয়া হবে না। এছাড়াও ১৮ বছর কিংবা তারো বেশি বয়সীদের জন্যে শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্ট্রাটফোর্ডের কুইন এলিজাবেথ অলিম্পিক পার্ক এবং সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৮টা পর্যন্ত ইলফোর্ড টাউন হল ভ্যাকসিন প্রদান করা হবে। কুইন এলিজাবেথ পার্কে ভ্যাকসিনের জন্যে এখানে গিয়ে বুকিং দিতে হবে।
মাইল এন্ডের আর্টস প্যাভিলিয়নে কাগজপত্রহীন অভিবাসীদের ভ্যাকসিন দেওয়া হবে শনিবার
Advertisement