মাতাল অবস্থায় বিয়ে করতে এসে বউ ছাড়া ফিরতে হলো বরকে

ব্রিট বাংলা ডেস্ক : মদ খেয়ে মাতাল হয়ে বিয়ে করতে এসে তুলকালাম কাণ্ড ঘটিয়েছে বর ভূধর সহিস। বিয়ে বাড়িতে হবু মাতাল বর তাণ্ডব করায় বেঁকে বসেন কনে। পরে বউ ছাড়াই বাড়ি ফিরতে হয় ভূধর সহিসকে।

বৃহস্পতিবার রাতে ভারতের বাঁকুড়া জেলার তেলকল পাড়ায় বিয়ে করতে এসেছিলেন পুরুলিয়ার ভূধর সহিস। ভূধর পেশায় স্কুলশিক্ষক। সোজা হয়ে দাঁড়াতেই পারছিলেন না মাতাল ভূধর। মাতাল অবস্থায় তিনি লাথি মেরে বিয়ের পিঁড়ি ফেলে দেন। গালিগালাজ করতে থাকেন পুরোহিতকে। বলে থাকেন, বিয়ের আচার-অনুষ্ঠান তার পছন্দ নয়। বউ নিয়ে সেই মুহূর্তে বাড়ি ফেরার জন্য বায়না ধরেন বর ভূধর।

হবু বরের এমন কীর্তি দেখে বিয়ে করতে বেঁকে বসে কনে। এমন ছেলেকে তিনি কিছুতেই বিয়ে করবেন না বলে জানিয়ে দেন পাত্রী। শেষপর্যন্ত মাতাল পাত্রের তাণ্ডব থামাতে খবর দেয়া হয় থানায়। পুলিশ এসে ভূধর সহিস ও তার এক ভাইকে আটক করে থানায় নিয়ে যায়। বিয়ে করতে এসে শেষমেশ একা খালি হাতেই ফিরতে হয় বরকে।

Advertisement