:: ইমরান আহমেদ চৌধুরী ::
চলুন !!! আগে বারি – অন্য কথা বলি ! কি বলেন ?
চলেন একটু সামনের দিকের জানালা দিয়ে তাকাই !! কি কিহতে পারে আগামী দিনে এই পৃথিবীতে !!!
২০২৫ সাল ;
* আমেরিকান ফেডারেল স্টেট সিস্টেম ভেঙ্গে যেতে পারে । ৩০বা ৪০ টি ছোট ছোট দেশে ভেঙ্গে যেতে পারে আমেরিকা ।
* ইইউ ভেঙ্গে চুরমা চুর হয়ে যেতে পারে – ইতালিকে ওরা তেমন কোন হেল্পই করে নাই – ইতালিতেই প্রথম ইইউ এর সনদ রচিত হয়েছিল । ইতালি বের হলে– স্পেন বের হবে , গ্রিস তো একপায়ে খাঁড়া অনেক দিন থেকেই ।
* চীনের ব্যাপারে জাতিসংঘের ভূমিকা – নীরব ! অনেক দেশই জাতিসংঘকে তাদের চাঁদা দিতে রাজি হবে না । চীন, রাশিয়া এবং ইউকে ও আমেরিকা এক এক দলে এবং ফ্রাঞ্চ দু দিকে ভারসাম্য আনতে ব্যর্থ হবে – ফলে জাতিসংঘের পরিসমাপ্তি হবারসমূহ সম্ভাবনা ।
* বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে – জাতিসংঘের পথ ধরে ওদের আয়ুও কেমন জানি প্রশ্ন বিদ্ধ ।
* চীনে আর থাকবে না পৃথিবীর শিল্প কারখানা ।
* সব দেশেই মনে হয় তাদের নিজস্ব কল কারখানা আবার প্রতিষ্ঠা করতে হতে পারে নিজস্ব উৎপাদনের জন্য ।
.* এই সব দুর্দশার সুযোগে ধর্ম প্রচারকরা আরও অনেক মানুষদের ধর্মের নামে গোঁড়া ধর্মান্ধ বানাতে উঠে পরে লেগে যাবে অপেক্ষাকৃত স্বল্প আয়ের দেশগুলোতে।
* প্রায় সব দেশেই হয়ত আলট্রা ন্যাশনালইস্ট সরকার বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ।
* বাই লেটারেল রিলেশন এলাকা ভিত্তিক হয়ে যেতে পারে ।
* মাইগ্রান্ট বা ইম্মিগ্রশন সিস্টেম থাকবে বলে মনে হয় না ।
* সোশ্যাল এবং সোসাইটি পারিবারিক গণ্ডিতেই সীমাবদ্ধ থেকে যেতে পারে ।
* মানসিক ব্যাধি ও ডিপ্রেশন বেড়ে যাবে মনে হচ্ছে।
* কর্পোরেট চাকরীজীবীরা ঘরে বসেই কাজ করবে – অধিক এ অ্যাই ম্যানেজারের দায়িত্ব পালন করতে পারে ।
* নেক্সট জেনেরেসন অনেক বেশি নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করবে ঘরে বসে বসেই হয়ত ।
* আড্ডা হবে ভার্চুয়াল
* নতুন নতুন পদ্ধতিতে নেশা এবং আসক্ত হবার পন্থা বের হবে মনে হচ্ছে ।
* অনলাইন জুয়া এবং স্প্রেড বেটিং হাতিয়ে নিতে পারে সব পয়সা ।
আরও অনেক কিছু হবে যেগুলো আরও বিশদভাবে বর্ণনা করে সবাই কে চিন্তায় ফেলতে চাই না ।
এই গুলো আমার উর্বর মনের ভাবনা ।