মানিকগঞ্জের সাবেক মন্ত্রী মুন্নু মিয়া স্মরণে লন্ডনে মিলাদ

ইউকে প্রবাসী মানিকগঞ্জবাসী এবং মানিকগঞ্জ সমিতি ইউকের যৌথ আয়োজনে মানিকগঞ্জের কৃতি সন্তান, সাবেক মন্ত্রী ও বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হারুন রশীদ (মুন্ন মিয়ার) রোহের মাগফেরাত কামনা করে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে শনিবার। বাদ জোহর ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মসহিদের ঈমাম মাওলানা নজরুল ইসলাম।

মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সমিতি ইউকের সভাপতি বাদশা মিয়া, সহসভাপতি জাকির হোসেন, চ্যানেল এসের সিনিয়র ক্যামেরা পার্সন রেজাউল করিম মৃধা, আয়োজক সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাতক মাহবুব ভুইয়া, সালাম আহমদ, আব্দুস সালাম, ফরহাদ খান, ্আবুল ওয়াহাবসহ আরো অনেকে।

উল্লেখ্য বিশিষ্ট শিল্পপতি ও সাবেক মন্ত্রী হারুনুর রশীদ মুন্নু মিয়া ১লা আগষ্ট মানিকগঞ্জে নিজস্ব হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বিজ্ঞপ্তি।

Advertisement