মানুষের সঙ্গে ঢাকা ছাড়লো ৭৩ লাখ সিমও

ঈদ উপলক্ষে অনেকটাই ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। গত চারদিনে রাজধানী ছেড়েছে প্রায় ৭৩ লাখ মানুষ। মোবাইল সিমের নেটওয়ার্ক স্থানান্তরের হিসেব থেকে মোবাইল অপারেটররা এ তথ্য জানিয়েছে।রোববার (১ মে) দুপুরে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি লিখেছেন, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুদিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্যগুলো পাওয়া গেছে।পোস্টে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ২ দিনের বিস্তারিত হিসাব তুলে ধরেন। সেখানে তিনি জানান, ২৯ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ১৯ লাখ ৩২ হাজার ৯৯০ জন, ৩০ এপ্রিল ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৭৬ হাজার ২২৬ জন।

Advertisement