মানুষ মানুষের জন্য : চ্যারিটি ব্যাডমিন্টন অনুষ্ঠিত

প্রতিবন্ধী শিশুদের সহযোগিতার লক্ষ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে চ্যারিটি সংস্থা মানুষ মানুষের জন্য। সিটি অব ওয়েস্টমিনস্টারের একটি হলে এবার চতুর্থবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে বার্মিংহ্যাম, পোর্টসমাউথ, ম্যানচেষ্টার, লন্ডনসহ ইউকের বিভিন্ন শহর থেকে ৩২টি দলে ৬৪ জন খেলোয়ার অংশ নেন। দিনব্যাপি টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয় লন্ডনের ইমতিয়াজ-সিয়াম জুটি। রানার্স আপ হয়েছে মিসবা-ওমর জুটি। তৃতীয় হয়েছে মুনিম-নিজাম জুটি।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ,  বিবিসিসিআইয়ের ডাইরেক্টর জেনারেল সাইদুর রহমান রেনু জেপি, চ্যানেল এসের সিনিয়র নিউজ প্রেজেন্টার ডক্টর জাকি রিওয়ানা আনোয়ার।
অতিথিরা বলেন, মানুষ মানুষের জন্য চ্যারিটি সংস্থাটি গতানুগতিকের বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করে। প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে তারা সার্ভিস দিয়ে থাকে। মানুষ মানুষের জন্য চ্যারিটি সংস্থার ফাউন্ডার মসুদ নাজমুল বখত অতিথিসহ চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব খেলোয়ারদের ধন্যবাদ জানান।
Advertisement