মারা গেছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি চারবার ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। ইতালির রাজনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছিল তার হাত ধরে।আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।সিলভিও গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন। লিউকেমিয়ার ও ফুসফুসের সংক্রমণের জন্য শুক্রবার তাকে মিলানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।তিনই ১৯৩৬ সালের ২৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বারলুসকোনি একাধারে রাজনীতিবিদ, উদ্যোক্তা এবং মিডিয়া হাউজের মালিক ছিলেন। তিনি জনপ্রিয় ফুটবল ক্লাব এসি মিলান কিনে নিয়েছিলেন। ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত তিনি ইতালির প্রধানমন্ত্রী ছিলেন। এর আগেও দু’বার তিনি ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে ২০১১ সালে পদত্যাগ করেন সিলভিও।২০১২ সালে ইতালির মিলানের একটি আদালতে কর ফাঁকির কারণে চার বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হন সিলভিও। এছাড়াও তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ছিল।

Advertisement