ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মারিওপোলের নগর এলাকা পুরো নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রাশিয়া।রুশ সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে বলেছে, মারিওপোল নগরীকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও ভাড়াটে সৈন্যদের থেকে মুক্ত করা হয়েছে।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ এক বিফ্রিংয়ে বলেছেন, এখানকার অবশিষ্ট ইউক্রেন বাহিনী আজোভস্টাল স্টিল কারখানায় অবরুদ্ধ হয়ে পড়েছে। নগরীতে যুদ্ধকালে এক হাজার ৪৬৪ ইউক্রেনীয় সৈন্য আত্মসমপর্ণন করে।আজভ সাগরের তীরে অবস্থিত মারিওপোল রুশ- ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ভয়াবহ সংঘাতের কেন্দ্রস্থল হয়ে ওঠে।ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার বলেছিল, তাদের বাহিনী এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যদিও গত সাত সপ্তাহ ধরে মারিওপোল অবরুদ্ধ করে রেখেছিল রুশ বাহিনী।এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, মারিওপোল থেকে ইউক্রেনীয় বাহিনীকে নির্মূল করা হলে তা রাশিয়ার সাথে যে কোন আলোচনার অবসান ঘটাবে।
মারিওপোলের নগর এলাকা পুরো নিয়ন্ত্রণে নেয়ার দাবি রাশিয়ার
Advertisement