ব্রিট বাংলা ডেস্ক :: যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থার ওপর পুরোপুরি বিশ্বাস রয়েছে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনের রাতে উভয় পক্ষ থেকে যে ধরণের মন্তব্যই আসুক না কেনো আমি যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাকে বিশ্বাস করি এবং এর ওপরে পুরোপুরি বিশ্বাস রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ডাকযোগে ভোটে জালিয়াতির অভিযোগ তোলেন। এরপর তিনি নিজেকে ভিত্তিহীনভাবেই জয়ী ঘোষণা করেছেন।
ডমিনিক রাব বলেন, তিনি নিশ্চিত যে মার্কিন নির্বাচনের ফলাফল অবশ্যই সুষ্ঠু হবে। আমরা শুধু ফলাফল দেখতে চাই। ডেমোক্রেট বা রিপাবলিকান যে দলই ক্ষমতায় থাকুক না কেনো বৃটেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দারুণ থাকবে।
Advertisement