ব্রিট বাংলা ডেস্ক :: প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে মনোনয়নের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন ইন্ডিয়ানা রাজ্যের সাউথ বেন্ডের সাবেক মেয়র পিট বুটিগিগ। উচ্চাকাঙ্খী এই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নিজে দিয়েছেন তিনি। প্রচারণার শুরুতে নাটকীয় সফলতা পাওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেমন গতি পাচ্ছিল না তা। ফলে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ৩৮ বছর বয়সী এই যুবক প্রার্থী ছিলেন প্রথম সমকামী হিসেবে প্রেসিডেন্ট পদে একটি বড় দল থেকে মনোনয়ন প্রত্যাশী। সামনেই ডেমোক্রেটদের প্রাইমারি নির্বাচনের অতি গুরুত্বপূর্ণ সুপার টুয়েসডে। এদিনই মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে, কে এই দল থেকে প্রার্থিতা বা মনোনয়ন পেতে পারেন। কারণ, সুপার টুয়েসডেতে একসঙ্গে ১৪টি রাজ্যে প্রাইমারি নির্বাচন হয়।
কিন্তু সেই লড়াইয়ের আগেই পিট বুটিগিগ এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এর ফলে বাম ঘরানার ডেমোক্রেট প্রার্থী বার্নি স্যান্ডার্সের জন্য বিজয়ের পথ অনেকটাই খুলে গেল বলে মনে করা হচ্ছে। তিনি বিদায় নিলেও এখনও মনোনয়ন লড়াইয়ে রয়েছেন ডেমোক্রেটদের ৬ প্রার্থী। তারা হলেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, বার্নি স্যান্ডার্স, মাইকেল ব্লুমবার্গ, এলিজাবেথ ওয়ারেন, এমি কোব্লুচার ও তুলসি গাব্বাড়।