ব্রিট বাংলা ডেস্ক :: অর্জুন কাপুর ও মালাইকা অরোরা চুটিয়ে প্রেম করছেন। তাদের প্রেমের খবর নিয়মিত খবরের শিরোনাম হয়ে থাকে। এবারের দীপাবলিতে অনিল কাপুরের বাড়ির পার্টিতে হাজির হন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। তাদের দেখা মাত্রই ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ। এ সময় পাপারাজ্জিদের সামনে পোজ দিতে দেখা যায়নি তাদের। বরংচ অনিলের বাড়িতে গিয়ে গাড়ি থেকে নামার পরই তড়িঘড়ি করে ক্যামেরা থেকে লুকাতে চেষ্টা করেন নিজেকে মালাইকা। এরপর দ্রুত সোজা ঢুকে পড়েন অনিল কাপুরের বাড়িতে। এমনকি ক্যামেরা থেকে নিজেকে লুকিয়ে চলতে থাকেন তিনি।
অনেকেই অবাক হন মালাইকার এমন কাণ্ডে। অর্জুন ও তাকে নিয়ে সংবাদকর্মীদের প্রশ্ন এড়াতেই এমনটা তিনি করেছেন বলেও নেটিজেনদের অনেকে মনে করছেন। অন্যদিকে, পাপারাজ্জিদের ডাকে সাড়া দিয়ে, কয়েক মুহূর্ত সেখানে কাটিয়ে চাচা অনিলের বাড়িতে ঢুকে পড়েন অর্জুন কাপুর।