ব্রিট বাংলা ডেস্ক :: বুরকিনা ফাসোর একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। নিহতদের প্রায় সবাই নারী। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে অনলাইন বিবিসি বলছে, ইসলামপন্থি জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে তারা মনে করছেন। বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে এ ঘটনায় দু’দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কেউ। এ মাসের শুরুর দিকে পূর্বাঞ্চলীয় একটি চার্চের ভিতর প্রকাশ্যে গুলি চালায় অস্ত্রধারীরা। এতে কমপক্ষে ১৪ জন নিহত হন। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে জিহাদি হামলা বৃদ্ধি পেয়েছে বুরকিনা ফাসোতে।
অথচ এক সময় এই দেশটি তুলনামুলকভাবে স্থিতিশীল ছিল। কিন্তু আস্তে আস্তে তা মারাত্মক অস্থিরতার দিকে ধাবিত হয়েছে। দেখা দিয়েছে দেশের ভিতর বিদ্রোহীদের উত্থান। মালির জিহাদি জঙ্গিদের কাছ থেকে ভাবধারার বিস্তার ঘটেছে। এ বছর কয়েক শত মানুষ সেখানে নিহত হয়েছেন এসব কারণে। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ।