ব্রিট বাংলা ডেস্ক :: মালয়েশিয়ার পেরাক প্রদেশের ইপো শহরে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছে। নিহত বাংলাদেশির নাম জহিরুল ইসলাম (২৬)। তিনি সিলেটের গোলাপগঞ্জের খর্দ্দাপাড়া গ্রামের মৃত ডা. হাসিবুর রহমানের বড় ছেলে।
স্থানীয় সময় গত বুধবার সকালে ইপো শহরের জালান রাজা নাজরি শাহ এলাকার টাইম স্কয়ার নামে একটি বিনোদন কেন্দ্রের (কারোকে) চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মালয়েশিয়ার দ্য স্টার অনলাইনের এক খবরে বলা হয়েছে, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় রাজা পারমাসুরি বাইনুন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় দমকল বাহিনীর কর্মীরা।
Advertisement