মাস্ক ছাড়া শোক দিবসের অনুষ্ঠানে প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের কারণে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সারা দেশের কোনো আয়োজনে মাস্ক পরা ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।সচিবালয়ে রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় শোক দিবসে সংক্রান্ত আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ প্রতিরোধের লক্ষ্যে জাতীয় শোক দিবসের সকল অনুষ্ঠানস্থলে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। অনুষ্ঠানে মাস্ক পরিধান নিশ্চিত করা হবে এবং আমরা অনুরোধ রাখব সবাইকে মাস্ক ছাড়া কেউ যেন অনুষ্ঠানে না যান।’জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীর নিরাপত্তায় বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলো তুলে ধরেন মন্ত্রী।তিনি জানান, জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে স্মৃতি জাদুঘরে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সেদিন ট্রাফিক নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেয়া হবে। ঢাকার বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের সময় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া মাহফিলে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান আয়োজনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় শোক দিবসে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।অনুষ্ঠানস্থলে অগ্নি নির্বাপক যন্ত্রসহ প্রয়োজনীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ি, অ্যাম্বুলেন্স এবং যেখানে যা প্রয়োজন ডুবুরিসহ উপস্থিত থাকবে।সারা দেশে জাতীয় শোক দিবসের আয়োজনে র‌্যাবের দৃশ্যমান টহল থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সকল অনুষ্ঠানে গোয়েন্দা নজরদারি থাকবে। সকল অনুষ্ঠানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা থাকবে। প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা থাকবে।প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিশেষ কোনো নির্দেশনা এলে সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।

Advertisement