নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ ওয়েব ফিল্মের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
কিন্তু স্বামীর সঙ্গে ওমরাহ করার পর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিনেমাটি না করার কথা জানিয়েছিলেন।
মাহির এমন আচমকা সিদ্ধান্তে নির্মাতা বিপাকে পড়লেও দ্রুতই আবার ঘুরে দাঁড়িয়েছেন। এখন ‘কাগজের বউ’ হচ্ছেন পরীমণি। পরীমণিকে পেয়ে তাই খুশি চয়নিকা চৌধুরী। গতকাল থেকে পরীমণি-ইমন ও ডিএ তায়েবকে নিয়ে রাজধানীর অদূরে ধামরাইয়ের ফিল্ম সিটিতে শুটিং শুরু হয়েছে ওয়েব ফিল্মটির।সম্পূর্ণ সামাজিক গল্পের এই ছবির শেষে সবার জন্য একটি বার্তাও থাকছে বলে জানিয়েছেন নির্মাতা।ফিল্মটিতে পরীমণিকে নেওয়া পর চয়নিকা বলেন, ভাগ্য একটা বড় ফ্যাক্টর। ভাগ্য সহায় হলে কোনো কাজই আটকে থাকে না। তার নতুন কাজে অংশীদার হওয়ার জন্য পরীমণিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এই নির্মাতা।
মাহির বদলে ‘কাগজের বউ’ হলেন পরীমনি
Advertisement