ব্রিট বাংলা ডেস্ক :: শিবালয় উপজেলা প্রশাসন গত ১২ দিনে পদ্মা-যমুনায় মা ইলিশ ধরার দায়ে ১২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারা ও অর্থদণ্ড দিয়েছে। অভিযানে আটক প্রায় দুই লাখ ঘনমিটার অবৈধ কারেন্ট জাল ও শতাধিক নৌকা ধ্বংস করে।
উদ্ধারকৃত ইলিশ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে দেওয়া হয়। এছাড়া, দৌলতপুর ও হরিরামপুর উপজেলার পদ্মা-যমুনায় এবং সদর বাসস্ট্যান্ডে পৃথক অভিযানে ১৮১ ব্যক্তি আটক হয়। এদের বিভিন্ন মেয়াদে কারা ও অর্থদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, শিবালয়ের দুর্গম আলোকদিয়া ও ত্রিশুড়ি চর এলাকায় বিশেষ কায়দায় ইলিশ সংরক্ষণ ও খোলামেলা হাট বসেছে। কর্মকর্তারা জানান, গত ৯ অক্টোবর থেকে মৎস্য বিভাগ, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ, র্যাব, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহায়তায় দিন-রাত মা ইলিশ নিধন বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ২২ দিন ইলিশ ধরা নিষেধ সময়ে শিবালয় উপজেলার তিন ইউনিয়নে প্রায় আড়াই হাজার কার্ডধারী মৎস্যজীবীকে ২০ কেজি হারে চাল দেওয়া হয়েছে।