ব্রিট বাংলা ডেস্ক :: যশোরের চৌগাছা উপজেলায় মা-বাবাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে মিলন। স্থানীয়রা ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আজ বেলা ১২টার দিকে উপজেলায় রামকৃষপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ নিহত মহিরুদ্দিন (৬৫) ও আয়না বেগমের (৫৫) লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
স্থানীয়রা জানান, আজ বুধবার সকালে বাবা-মায়ের সঙ্গে ঝগড়া হয় মিলনের। একপর্যায়ে মিলন তার বাবা-মা’কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশিরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তাদের মৃত্যু হয়। কি কারণে মিলন তার মা বাবাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে নেশার টাকা না দেয়ায় মিলন তার পিতামাতাকে খুন করতে পারে বলে প্রতিবেশিরা ধারণা করেছেন।
স্থানীয়রা আরও জানান, ঘটনার পরপরই মিলন পালিয়ে যায়।
পরে তাকে ধাওয়া করে পাশ্ববর্তী রাজাপুর বড়বাড়ি এলাকা থেকে প্রতিবেশীরা আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিলনকে আসামি করে মামলা করা হবে বলে তিনি জানান।