মির্জা ফখরুলকে কালুরঘাটে যেতে বাধা

পুলিশের বাধার মুখে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে পারলেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। এ সময় বিএনপির মহাসচিবসহ অন্য নেতারা গাড়ি থেকে নেমে আসেন।রোববার দুপুরে নগরের ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানের বিপ্লব স্তম্ভে ফুল দিয়ে কালুরঘাট বেতার কেন্দ্রে যাওয়ার পথে ২ নম্বর গেট মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে গাড়িবহর।এ সময় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথা কাটাকাটি হয়।এরই এক পর্যায়ে ছাত্রলীগের একটি মিছিল ২ নম্বর গেইট এলাকায় যায়। কয়েকজন নেতাকর্মী স্লোগান দিতে থাকেন। পুলিশ তাদেরক বাধা দেয়। পরে মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরও পুলিশের বাধা পেয়ে বিএনপির সমাবেশস্থল পলোগ্রাউন্ড মাঠের দিকে চলে যায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, বিপ্লব উদ্যানে ফুল দেয়া শেষে আমরা কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশের বাধার কারণে যেতে পারিনি। পুলিশের বাধা পেয়ে পলোগ্রাউন্ড মাঠে জনসভাস্থলে চলে এসেছি।জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। কিন্তু একই স্থানে পাল্টা সমাবেশের ঘোষণা দেয় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। আজ সকাল থেকে কালুরঘাটে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে আওয়ামী লীগকে।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, বিএনপিকে বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে পলোগ্রাউন্ড মাঠে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। কালুরঘাটে যাওয়ার অনুমতি ছিলো না তাদের। সেখানে (কালুরঘাট) অন্য রাজনৈতিক কর্মসূচি চলছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় তাদের সেখানে যেতে দেয়া হয়নি।

Advertisement