কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম। আর বিএনপি মহাসচিবের দেহে করোনা উপসর্গ রয়েছে।মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।তিনি বলেন, বিএনপি মহাসচিবের শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তিনি কোভিড পরীক্ষা করিয়েছেন। এখনও রিপোর্ট আসে নি।শায়রুল জানান, মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার তার রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর থেকে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।বিএনপি মহাসচিব সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Advertisement