মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অর্ডার অফ দ্য নাইল’ পুরস্কারে ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির কাছ থেকে এই পদক লাভ করেন তিনি। এটি মোদীর পাওয়ায় বিভিন্ন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানের মধ্যে ১৩তম সর্বোচ্চ সম্মান।এনডিটিভি জানিয়েছে, নয় বছরের মেয়াদে প্রধানমন্ত্রী মোদী মার্কিন সরকারের লিজিয়ন অব মেরিট, কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব ফিজি এবং পালাউ প্রজাতন্ত্রের ইবাকল পুরস্কারসহ অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।মোদীর এসব আন্তর্জাতিক পুরস্কারগুলো হলো-কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব লোগোহু: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের দেশগুলোর ঐক্যে ও গ্লোবাল সাউথের নেতৃত্ব দেওয়ার জন্য গত মাসে পাপুয়া নিউ গিনি এই সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রদান করে।পালাউ প্রজাতন্ত্রের ইবাকল পুরস্কার; পাপুয়া নিউ গিনি সফরের সময় পালাউ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সুরঞ্জেল এস হুইপস জুনিয়র প্রধানমন্ত্রী মোদিকে এই পুরস্কার প্রদান করেন।
কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব ফিজি: ‘বিশ্ব নেতৃত্বের জন্য’ প্রধানমন্ত্রী মোদী গত মে মাসে ফিজির এই সর্বোচ্চ সম্মানে ভূষিত হন। অর্ডার অব দ্য দ্রুক গ্যালপো: ২০২১ সালে এই সর্বোচ্চ বেসামরিক সম্মান দিয়েছিল ভুটান। লিজিয়ন অব মেরিট: ২০২০ সালে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী মোদীকে দেশটির সশস্ত্র বাহিনীর এই পুরস্কার দেওয়া হয়েছিল।কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁ: ২০১৯ সালে বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা বিন সালমান আল খলিফা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই পুরস্কারে ভূষিত করেন। এটি উপসাগরীয় দেশগুলির একটি শীর্ষ সম্মান।অর্ডার অব দ্য ডিস্টিংগুইশড রুল অফ নিশান ইজ্জুদ্দিন: ২০১৯ সালে মোদীকে মালদ্বীপের সর্বোচ্চ এই সম্মানে ভূষিত করা হয়। বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া হয় এ পুরস্কার। অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু অ্যাওয়ার্ড: রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক এই সম্মান মোদীকে দেওয়া হয় ২০১৯ সালে। অর্ডার অব জায়েদ অ্যাওয়ার্ড: ২০১৯ সালেই সংযুক্ত আরব আমিরাতের এই সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হন মোদী।গ্র্যান্ড কলার অব দ্য স্টেট অব প্যালেস্টাইন অ্যাওয়ার্ড: প্রধানমন্ত্রী মোদী প্যালেস্টাইনের সর্বোচ্চ এই সম্মান পেয়েছিলেন ২০১৮ সালে। স্টেট অর্ডার অব গাজী আমির আমানুল্লাহ খান: ২০১৬ সালে আফগানিস্তানের এই সর্বোচ্চ বেসামরিক সম্মান পান মোদী।অর্ডার অব দ্য আবদুল আজিজ আল সৌদ: অমুসলিম বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া সৌদি আরবের এই সর্বোচ্চ সম্মানও পেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। এছাড়া বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বিভিন্ন পুরস্কার ও সম্মান লাভ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।সূত্র-এনডিটিভি