মিসরে নির্বাচনে জয় পাচ্ছেন সিসি

ব্রিট বাংলা ডেস্ক : মিসরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে সহজেই জয় পেতে যাচ্ছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তবে ভোটের হার নিয়ে চিন্তায় আছেন সিসি। তার মূল লক্ষ্য ভোটের হার বাড়ানো। খবর রয়টার্সের

মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বীদের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারেননি। কেউ জেলে গেছেন, কেউবা নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। প্রেসিডেন্ট সিসি ভোটারদের সবাইকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন। তিনি মনে করছেন, এটা কেবল গণতান্ত্রিক নির্বাচন নয়, তার শাসনামল নিয়ে গণভোটও।

ভোট কেন্দ্রগুলো তিন দিন ধরে খোলা থাকবে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশ সিসিকে সমর্থন দিচ্ছে। ২০১১ সাল থেকে যে অস্থিতিশীলতা মিসরে চলছে তা কঠোরভাবে সামাল দিচ্ছেন সিসি।

তবে তার সমালোচকরা বলছেন, সিসি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছেন এবং বিরোধীদের ওপর নির্যাতন চালাচ্ছেন। ৬৩ বছর বয়স্ক সিসির একমাত্র প্রতিদ্বন্দ্বী তার দীর্ঘদিনের সমর্থক হিসেবে পরিচিত। ২০১৩ সালে মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় বসেন সিসি।

Advertisement