ব্রিট বাংলা ডেস্ক :: মিয়ানমারের সেনা অভ্যুত্থান ব্যর্থ করে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এটি দেশ শাসনের কোনো উপায় হতে পারে না। নির্বাচনের দোহাই দিয়ে সরকারি কর্মকর্তাদের আটক করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে তিনি মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও এনএলডির শীর্ষ নেতা অং সান সু চিসহ অন্যান্য রাজনীতিবিদদের মুক্তি দেয়ারও আহ্বান জানান। এ সময় মিয়ানমারে সাংবিধানিক ধারাবাহিকতা পুনর্বহাল করার আহ্বান জানিয়েছেন তিনি। এই ইস্যুতে নিরাপত্তা পরিষদ ঐক্যমতে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, মিয়ানমারের এই অভ্যুত্থান ব্যর্থ করতে যথেষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সব পক্ষকে সচল করতে আমরা সব কিছুই করবো।
জাতিসংঘ মহাসচিব বলেন, নির্বাচনের ফলাফল এবং জনগণের আকাঙ্ক্ষা বদলে দেওয়া চরম অগ্রহণযোগ্য। আশা করি মিয়ানমারের সেনাবাহিনীকে বোঝানো সম্ভব হবে যে এটা দেশ শাসনের পদ্ধতি নয় আর এইভাবে সামনে এগোনো যায় না।
এছাড়া দেশ শাসনের নামে ধরপাকড় এবং গণতন্ত্র চর্চায় বাধা দেওয়া আইনের অবক্ষয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিচ। তিনি বলেন, গেল কয়েকদিনে যত মানুষকে আটক করেছে মিয়ানমার সেনাবাহিনী সবাইকে দ্রুত মুক্তির আহ্বান জানিয়েছি আমরা। সু চির বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে সেটি গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করবে। একই সঙ্গে এটি শাসন ব্যবস্থার চরম অবক্ষয়। তাই সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে আলোচনা চালিয়ে যেতে হবে।