মিয়ানমার সীমান্ত রক্ষীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত, আহত ১

ব্রিট বাংলা ডেস্ক :: টেকনাফের নাফনদীতে জাল টানতে গিয়ে মিয়ানমার সীমান্ত রক্ষী নেভী জওয়ানদের গুলিতে বাংলাদেশি জেলে নিহত ও অপর একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভোররাতের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের খারাংখালী বিওপির বিজিবি জওয়ানরা টহলকালে ৫নং স্লুইচ গেট সংলগ্ন এলাকায় পরিত্যক্ত দুই ব্যক্তিকে দেখতে পায়। ঘটনাস্থলে গিয়ে দেখেন গুলিবিদ্ধ দুই ব্যক্তির মধ্যে একজন মৃত এবং অপরজন কাতরাচ্ছেন।

নিহত ব্যক্তি হোয়াইক্যং পূর্ব মহেশখালীয়া পাড়ার জেলে মৃত ছিদ্দিক আহমদের ছেলে নুর মোহাম্মদ (৩৪) এবং আহত ব্যক্তি একই গ্রামের বক্তার আহমদের ছেলে আবুল কালাম (৩২)। আবুল কালাম জিজ্ঞাসাবাদে এ তথ্য জানান।

এরপর বিজিবি সদস্যরা কালামকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে পাঠায়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে সকালে কক্সবাজার রেফার করা হয়।

উক্ত বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার জাহেদ হোছাইন বলেন, গুলিতে নিহত এবং আহত ব্যক্তিরা অসহায়-গরীব এবং প্রকৃত জেলে। অভাবের তাড়নায় নাফনদীতে ঠেলা জাল টানতে গিয়েই নাফনদীতে টহলরত মিয়ানমার নেভী সদস্যদের গুলিতে নিহত এবং আহতের ঘটনা ঘটে।

এই ব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান (পিএসসি) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রকৃত ঘটনা পর্যবেক্ষণের পর পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

Advertisement