মীর নাসির ও মীর হেলালকে তিন মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

ব্রিট বাংলা্ ডেস্ক :: দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা মীর নাসির উদ্দিন ও তার ছেলে মীর হেলালকে তিন মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেয়া এ রায় আজ সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, ১৫৯ পৃষ্ঠার এই রায় আজ সোমবার সুপ্রিম কোর্টের ওয়েসবাইটে প্রকাশিত হয়। এখন বিচারিক আদালতে এ রায় রিসিভের তিন মাসের মধ্যে তাদেরকে আত্মসমর্পণ করতে বলেছেন।

প্রকাশিত রায়ে বলা হয়, দুর্নীতির মামলায় অভিযুক্ত এ দু’জন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ খ-াতে পারেনি। কাজেই তাদের সাজা বহাল রাখা যুক্তিযুক্ত হবে।

এর আগে, ২০১৯ সালের ১৯শে নভেম্বর দুর্নীতির মামলায় বিচারিক আদালতের দেয়া বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ১০ এবং তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ৩ বছরের দ-সহ অর্থদ- বহাল রাখেন হাইকোর্ট। এ বিষয়ে তাদের করা আপিল খারিজ করে বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান।

দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

২০০৭ সালের ৬ই মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাছির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement