ব্রিটবাংলা ডেস্কঃযুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা,মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক ও যুক্তরাজ্যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কালীন নেতা মৌলানা ইজ্জাদ আলী আর আমাদের মধ্যে নেই।
২৫ জুন সোমবার বিকাল সাড়ে ৩টায় লন্ডনের বারকিং এলাকায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।মৃত্যুকালে স্ত্রী,৭ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্হ ছিলেন।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা ভরাউট গ্রামে জন্ম গ্রহণ করেন মৌলানা ইজ্জাদ আলী।
১৯৬২ সালে যুক্তরাজ্যে আসেন।
মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্তরাজ্যে সংগঠকের ভূমিকা পালন করেন।
তিনি বাংলাদেশ সেন্টার লন্ডন এর প্রতিষ্ঠাতা কালীন কমিটির প্রচার সম্পাদক ছিলেন।
এছাড়া বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রচার সম্পাদক ও যুক্তরাজ্য জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কালীন কমিটির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের একজন আস্হাভাজন রাজনৈতিক নেতা ছিলেন।বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা ছিলেন।‘৮০-র দশকের শেষদিকে লন্ডন থেকে তিনি সাপ্তাহিক প্রবাসী পত্রিকার বের করেন এবং প্রকাশক এবং সম্পাদকের দায়িত্ব পালন করেন।মরহুমের জানাজা বুধবার জোহরের নামাজের পর ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রীর শোক প্রকাশ
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা,মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক
মৌলানা ইজ্জাদ আলীর মুত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।এক শোক বার্তায় তিনি বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রবাসী বাঙ্গালীদের ঐক্যবদ্ধ করতে তিনি বিরাট ভূমিকা পালন করেছিলেন।এছাড়া মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো: আব্দুস শুকুর,জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র আহবায়ক মুহিবুর রহমান মুহিব,বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন , বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজুও কোষাধ্যক্ষ দিলওয়ার হোসেন, বিয়ানীবাজার থানা জনকল্যান সমিতর প্রতিষ্ঠাতা সভাপতি আসুক আহমদও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, বর্তমান সভাপতি জাহাংগীর খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল হক এহিয়া, কোষাধ্যক্ষ কয়েছ আহমদ , কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি হাফিজ নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আলী বেবুল গভীর শোক প্রকাশ করেছেন।