মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমানের স্মরণে এক নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনূষ্ঠিত

ব্রিটবাংলা ডেস্কঃবালাগঞ্জ ওসমানীনগরের বিভিন্ন সংগঠনের উদ্যোগে গত ৯ই অক্টোবর, মঙ্গলবার লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভ্যানুতে সদ্য প্রয়াত সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, অবিভক্ত বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমানের স্মরণে এক নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনূষ্ঠিত হয়।

প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সভাপতি রবিন পালের সভাপতিত্বে এবং এম এ কাইয়ুম ও মিজানুর রহমান মীরু’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা প্রয়াত এই নেতার সংগ্রামী রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, তিনি ছিলেন স্বাধীনতা পূর্ব ছাত্র রাজনীতির ইতিহাসে এক কিংবদন্তীতূল্য নাম। শাহ আজিজুর রহমানের নামে একটি সড়কের নামকরণের জোর দাবী জানিয়ে বক্তারা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত এবং শোক সন্তপ্ত পরিবেরের প্রতি গভীর সমবেদনা জানান।

সভায় প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সভাপতি জনাব নেসার আলী সমসু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব হরমুজ আলী, নঈমুদ্দিন রীয়াজ, ফয়জুল ইসলাম লস্কর, শাহ শামীম আহমদ, খসরুজ্জামান খসরু, শামসুল আবেদীন নেসাওর, সাবেক কাউন্সিল লিডার হেলাল উদ্দিন আব্বাস, কাউন্সিলার সাদ চৌধুরী, কাউন্সিলার সদরুজ্জামান খান আলহাজ্ব কবির উদ্দিন, সফিক উল্লাহ মিসলু, মাসুদ আহমদ, আজাদ বক্ত চৌধুরী, গোলাম কিবরিয়া, আব্দুল গফুর, আনহার মিয়া, হারুনূর রশীদ চৌধুরী, নূরুল হক নূর আলী, মশিউর রহমান মসনু, হারুনূর রশীদ, সৈয়দ তাজির উদ্দিন মান্নান, আব্দুর রশীদ, এম এ কুদ্দুস প্রমুখ।
দোয়া পরিচালনা করেন, জনপ্রিয় টিভি প্রেজেন্টার মাওলানা শেখ মনওয়ার হোসেন এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহ আলফাজুর রহমান, অধ্যাপক মোহাম্মদ শাহ জাহান, বদরুজজামান চৌধুরী, আঞ্জুমান আরা অঞ্জু, নাজমুল ইসলাম, এস আই চৌধুরী বাবলু, সেলিম আহমদ (ভিপি), আবুল কাসেম, বাতিরুল হক সরদার, মুহিবুর রহমান মুহিব, এম খান মানিক, আব্দুল কাদির রুনু, আব্দুল বাসিত চৌধুরী, আবুল কালাম, সিরাজুল ইসলাম তছলু, ফয়জুর রহমান ফয়েজ, মোতাহির আলী সুহেল, মোঃ আলী জিলু, সারজন খান, বাবুল খান, দেলোয়ার হোসেন, ফয়সল হোসেন সুমন, আব্দুল কুদ্দুস মধু, আব্দুল বাছির, সাইফুল ইসলাম মহসিন, এনামুল হক, মুহিবুর রহমান কয়ছর, আবুল ফয়েজ, সারওয়ার আলম, সাইদুল ইসলাম চৌধুরী, বজলু মিয়া, মোজাহিদ আহমদ লিটন, প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট এম এ করিম, আনসারুল হক, আবুল লেইছ, মুজিবুল হক মনি, তোফায়েল আহমদ তোফা, শাহ মুনিম, আব্দুর রব মল্লিক, ছুরুক মিয়া, জামাল আহমদ খান, রুবী হক, সাজ্জাদ মিয়া, আবু বকর সিদ্দিকী, শাহ নেসার আলী, আযম খান, আব্দুল কুদ্দুস শেখ, এম এ আজিজ, আব্দুল কুদ্দুস, আব্দুল হাকিম জিলু, শাহ শওকত আলী, তারেক আহমদ, রুহুল আমীন দোলন, সারওয়ার কবির, এম এ আজিজ সুহেল, সালিম আহমদ শামীম, আক্তার হোসেন বাবলু, সাহাব উদ্দিন সাবুল, নাহিদ জায়গীরদার, মতিউর রহমান, রুহেল আহমদ, আলীম আল রাজী জামান, আতিকুর রহমান লেবু, ফয়জুর রহমান, আনোয়ার আলী, আশিক মিয়া, আজমল আলী,রুহেল আলী, আব্দুল মতিন (মছব্বির), আব্দুল হামিদ, সেলিম আহমদ লুদু, আরুক চৌধুরী, শাহ জাহান আলী, রুহেল আহমদ, নূরুজ্জামান, মজনু মিয়া, রকিবুর রহমান, মতিউর রহমান, সাহেল তপাদার, আতিকুর রহমান বজলু, বাবলা আহমেদ লেবু, এমরান আহমেদ, মনির আহমেদ, আওলাদ আলী, আনোয়ারুল হক, সয়ফুল ইসলাম হেলাল প্রমুখ। অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত প্রায় তিন শতাধিক মানুষের উপস্থিতিতে বিশেষ মোনাজাত ও শিরনী বিতরণ করা হয়।

Advertisement