ব্রিট বাংলা ডেস্ক :: করোনাভাইরাসের এই সঙ্কটের সময়ে কারাগারে থাকা তিন সহস্রাধিক বন্দিকে মুক্তি দেয়ার প্রস্তাব পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এর পর বেশ কিছু দিন চলে গেলেও এখন পর্যন্ত সেটি বাস্তবায়ন সম্ভব হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান আজ সোমবার কালের কণ্ঠকে বলেন, এখনো যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে তালিকা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তালিকায় যাদের নাম রয়েছে তাদের বিষয়টি ভালো করে যাচাই বাছাই করা হচ্ছে। যাতে ভবিষ্যতে কোনো সমস্যা তৈরি না হয়।
সূত্র জানায়, চীনের করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মুক্তি দেওয়া যায় এমন বন্দিদের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া কারাকর্তৃপক্ষকে। এরপর কারাকর্তৃপক্ষ সারাদেশ থেকে তিন সহস্রাধিক বন্দির তালিকা পাঠায়। যাদের অপরাধ ছোট খাট, পঙ্গু অচল প্রতিবন্ধী রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পাঠানো তালিকায় ২০ জনের বেশি রয়েছে অক্ষম অচল প্রতিবন্ধী। হাজতে রয়েছে তিন হাজারের বেশি। যাদের অপরাধ ছোট খাট।